Global Sylhet24
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

এএসপি পরিচয়ে বিয়ে ও ডাকাতি, সিলেটের জাকারিয়া রূপগঞ্জে গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ে করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও আশপাশের মহাসড়ক গুলোতে ডাকাতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের জাকারিয়া আহমদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানা পুলিশ।

 

রোববার দুপুরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়।

 

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

 

গ্রেফতারকৃত জাকারিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের মৃত আব্দুস সবুর তাপাদারের ছেলে।


রূপগঞ্জ পুলিশের দাবি, জাকারিয়া আহমদ তাপাদারের কাছ থেকে ডিবি পুলিশের পোষাক, ওয়াকিটকি একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পুলিশের নকল একটি পরিচয়পত্র, বিদেশি মোবাইল ও বিভিন্ন ডিভাইসসহ উদ্ধার করা হয়েছে।

 

তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও পাশের এলাকার মহাসড়ক গুলোতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবির পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে ডাকাতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়াও তার কাছ থেকে সরকার বিরোধী নানা কার্যক্রমে ব্যবহৃত ডিভাইস ও তথ্যপ্রযুক্তির আলামত পাওয়া যায়।

 

পুলিশ জানিয়েছে, ধৃত জাকারিয়ার এএসপি পরিচয় দিয়ে প্রতারণা করে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরীকে প্রায় চার বছর আগে বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েকদিন পর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন মারিয়া চৌধুরী।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং ঢাকায় তার চক্রের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

 

জাকারিয়া আহমদ তাপাদারের স্ত্রী মারিয়া চৌধুরী জানান,, চার বছর আগে জাকারিয়া সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে। তখন জাকারিয়া নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীকে তার পিত্রালয়ে রেখে ঘর সংসার করে আসছেন। জাকারিয়া মারিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুক নিয়েছে । কিছুদিন আগেও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেফতার জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে নানা ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ও ঢাকার কয়েকটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ।

 

তার বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগের গোপন তথ্য থাকায় উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

 

রোববার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

আজ মহান স্বাধীনতা দিবস

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

6

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

7

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

8

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

9

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20