সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ২ আগস্ট ০১৩০ ঘটিকায় বিরেন্দ্রনগর বিওপি কর্তৃক সীমান্তের কচুয়াছড়া নামক স্থান হতে ১টি স্টিল বডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে, যার বাজার মূল্য ২০,৪০,০০০/- (বিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় একই দিন বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্তের ইসলামপুর নামক স্থান হতে ১৪টি ভারতীয় গরু আটক করে, যার বাজার মূল্য ৯,৮০,০০০/- (নয় লক্ষ আশি হাজার) টাকা । সর্বমোট মূল্য ৩০,২০,০০০/-(ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লেঃ কর্ণেল একেএম জাকারিয়ব কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন