Global Sylhet24
প্রকাশ : May 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ইউপি চেয়ারম্যান রফিকুলকে দায়িত্ব বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট।


একই সাথে ভারপ্রাপ্ত দায়িত্বভার দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা- মর্মে ১৫ দিনের সময় দিয়ে রুল জারী করেছেন বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রেজার দ্বৈত বেঞ্চ।

 

সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের দায়েরকৃত রিটের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত।

 

উচ্চ আদালত থেকে এমন আদেশ পেয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছেন।

 

তিনি উল্লেখ করেন, দুটি ফৌজদারী মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলে তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি তার দায়িত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করেও তা পাননি। পরে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।

 

বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রেজার দ্বৈত বেঞ্চ একটি নির্দেশনা দিয়েছেন। মহামান্য আদালতের আদেশের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

জানা গেছে, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গত ৫ আগস্ট পরবর্তী দুটি মামলার আসামি হন। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। দীর্ঘদিন কারাবাস করে জামিনে মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার দায়িত্বভার ফিরে পেতে গত ১৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন।


এ দুটি আবেদনের পরও তাকে দায়িত্বভার প্রদান না করায় তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করেন (রিট নং ৬৪৯৪)। পরে গত ২৮ এপ্রিল শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রেজার দ্বৈত বেঞ্চ ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলামের আবেদন নিস্পত্তির আদেশ প্রদান করেন এবং একই সাথে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।

 

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট পরবর্তী একই রাজনৈতিক মামলায় অন্য চেয়ারম্যানগণ আসামি হয়েছেন। তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু আমাকে রহস্যজনক কারণে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দায়িত্বভার বুঝিয়ে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

আজ মহান স্বাধীনতা দিবস

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

14

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

17

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

18

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

19

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

20