সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১লা আগষ্ট) শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো.সিরাজুল ইসলাম সিরাজ এবং ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল -এর যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটি তালিকা নিম্নরূপ: ১. আটগাও ইউনিয়ন: আহ্বায়ক – মো. জুনেদ আহমদ,যুগ্ম আহ্বায়ক – মো.জালাল মিয়া,২. হবিবপুর ইউনিয়ন:আহ্বায়ক – মো. আল আমীন,যুগ্ম আহ্বায়ক – সৈলেন্দ্র কুমার দাস,৩. বাহাড়া ইউনিয়ন:আহ্বায়ক – মো. সাইদ হোসেন সাগর,যুগ্ম আহ্বায়ক – বিজয় কান্তি সরকার,৪. শাল্লা ইউনিয়ন:আহ্বায়ক – মো আবু সাইদ,যুগ্ম আহ্বায়ক – মাসুদ রানা চৌধুরী।
শাল্লা উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, তৃণমূল সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ কমিটি গঠন করা হয়েছে। ১৮ আগষ্টের মধ্যে সকল ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করার সময় সীমা দেওয়া হয়েছে। এসব কমিটির সদস্যদের নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন