সুনামগঞ্জ টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবিবার (৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে চোরাই পণ্য জব্দ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেব বাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১ হাজার ২শ’ ৫৮ পিস ভারতীয় শাড়ী, ২ হাজার ২শ’ ৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১ হাজার ৬শ’ ৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।
টাস্কফোর্স অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) বিজিডিও-৩১৫ ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ মোট ১৬ জন অভিযানে অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। জব্দকৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’