Global Sylhet24
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রবল বৃষ্টিপাত, বাড়ছে সুরমা কুশিয়ারার পানি

সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বাড়ছে। আরও বাড়বে। এমনকি বিপথসীমাও অতিক্রম করতে পারে। সিলেটের উজানে প্রবল বৃষ্টিপাতের কারণে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।

 


পানি উন্নয়ন বোর্ড দেওয়া তথ্য অনুযায়ী, সুরমার পানি রবিবার সন্ধ্যায় কানাইঘাট পয়েন্টে ছিল ১০ দশমিক ৯১ মিটার। সোমবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি ছিল ১০ দশমিক ৯৭ মিটার। সকাল ৯টায়ও এ পয়েন্টে পানি স্থির ছিল। ১২টা, ৩টা বা ৬টার কোনো তথ্য দিতে পারেনি সিলেট পানি উন্নয়ন বোর্ড।

 

সুরমার সিলেট পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টায় পানি ছিল ৮ দশমিক ৬১ মিটার। সোমবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭০ মিটার। সকাল ৯টায় ছিল ৮ দশমিক ৭৩ মিটার, দুপুর ১২টায় পানি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭৭ মিটার, আর বিকাল তিনটায় পানি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৮৫ মিটার। তবে সন্ধ্যা ৬টার তথ্যটি দিতে পারেনি সিলেট পানি উন্নয়ন বোর্ড।

 

কুশিয়ারার পানিও বাড়ছে। রবিবার সন্ধ্যায় কুশিয়ারার পানি জকিগঞ্জের আমলশিদ পয়েন্টে পানি ছিল ১২ দশমিক ৯৯ পয়েন্ট।

 

সোমবার সকাল ৬টায় এ পয়েন্টে পানি বেড়ে দাঁড়ায় ১৩ দশমিক ২০ মিটার, সকাল ৯টায় পানি ছিল ১৩ দশমিক ২৫ মিটার, দুপুর ১২টায় ছিল  ১৩ দশমিক ২৯ মিটার, বিকেল তিনটায় পানি বেড়ে দাঁড়ায় ১৩ দশমিক ৩৫ মিটার। সন্ধ্যা ৬টার পানির হিসাব দেওয়া হয়নি।

 

শেওলা পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টায় পানি ছিল ১০ দশমিক ৬২ মিটার। সোমবার সকাল ৬টায় পানি বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৭২ মিটার, সকাল ৯টায় পানি ছিল ১০ দশমিক ৭৬ মিটার, দুপুর ১২টায় পানি বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৭৮ মিটার, বিকেল ৩টায় পানি ছিল ১০ দশমিক ৮৫ মিটার। এ পয়েন্টেরও সন্ধ্যা ৬টার হিসাব দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

 

রবিবার সন্ধ্যা ৬টায় ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ছিল ৮ দশমিক ৫৫ মিটার। সোমবার সকাল ৬টায় পানি কিছুটা হ্রাস পেয়ে পানি দাঁড়ায় ৮ দশমিক ৫৪ মিটার। সকাল ৯টায় পানি স্থির ছিল, ১২টায় সামান্য বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৫৫ মিটার, বিকেল তিনটায়ও এ পয়েন্টে পানি স্থির ছিল। তবে সন্ধ্যা ৬টার হিসাব দেওয়া হয়নি।

 

তবে কুশিয়ারার শেরপুর পয়েন্টে পানি কিছুটা কমের দিকে। রবিবার সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানি ছিল ৭ দশমিক ১২ মিটার। সোমবার সন্ধ্যায় পানি কিছুটা কমে দাঁড়ায় ৭ দশমিক ১০ মিটার। বিকেল তিনটায় পানি আরেকটু কমে।

এছাড়া সিলেটের লোভা, সারি, ডাউকি, সারিগোয়াইন ও ধোলাইয়ের মতো পাহাড়ী নদীগুলোর পানিও এই বাড়তে তো এই কমছে।

 

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা কুশিয়ারার উজানে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। তাই নদ-নদীর পানি আরও বাড়বে।

 

বন্যার পূর্বাভাস প্রসঙ্গে তিনি বলেন, পানি বাড়তে বাড়তে সিলেটের নদ-নদীগুলো বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে তাদের জানানো হয়েছে। তবে বন্যার আশঙ্কা আছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে পারেন নি।

 

আর সন্ধ্যা  ৬টায় পানির হিসাব তাদের গ্রুপে না দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলেও তাৎক্ষনিক তিনি কারণ বলতে পারেন নি। বলেছেন, বিষয়টি আমি দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

3

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

8

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

12

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

15

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

20