সুনামগঞ্জের দিরাই উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়াকে গ্রেফতার করেছে দিরাই থানাপুলিশ।
শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে দিরাই উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন