শরীয়তপুরের সখিপুর থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার সখিপুর থানার ডিএমখালি গাজী কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—কুমিল্লা জেলার কোতোয়ালী থানার দুর্গাপুর চৌমুহনী গ্রামের মালেক ভূঁইয়ার ছেলে রাব্বি ভূঁইয়া (২৮) এবং একই এলাকার সোহেল সরকারের ছেলে রিয়াজ সরকার (২১)।
তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে বরিশাল, শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগে রাখা প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন