দিরাই প্রতিনিধি:: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন করেছেন।
রোববার( ২৭ জুলাই) রাত পৌনে নয়টার দিকে ৯টি ইউনিয়ন কমিটি ঘোষণা দেওয়া হয়। যারা আহবায়ক ও যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন তারা হলেন,
১নং রফিনগর ইউনিয়নে আহবায়ক আতাউর রহমান, যুগ্ম আহবায়ক জমিরুল ইসলাম,২ং ভাটিপাড়ায় আহবায়ক গোলাম শহীদ যুগ্ম আহবায়ক নবাব তালুকদার।
৩নং রাজানগরে আহবায়ক কালামিয়া গোলাম সারোয়ার, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, ৪নং চরনারচরে আহবায়ক আছাদুর রহমান খান যুগ্ম আহবায়ক আতাউর রহমান ৫নং সরমঙ্গলে আহবায়ক আবুল কালাম যুগ্ম আহবায়ক ওয়াহিদ আলী।
৬ নং করিমপুরে আহবায়ক জুবের সরদার যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ ৭নং জগদলে আহবায়ক সমুজ মিয়া, যুগ্ম আহবায়ক নুরুল হক,৮ নং তাড়লে আহবায়ক আনাছুর রহমান যুগ্ম আহবায়ক মোশাহিদ মিয়া চৌধুরী ।
৯ নং কুলঞ্জ ইউনিয়নে আহবায়ক আব্দুল মতিন চৌধুরী ও যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক ৯টি ইউনিয়ন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।