দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে সিলেট শহরের সুবিদবাজারের লন্ডনী রোডের একটি বাসা থেকে পুলিশ আটক করে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন উর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা তাকে বাসায় আটক করে আমাদের খবর দিলে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
আজ( ৯ জুলাই)সুনামগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করবো। দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও সাবেক সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার অত্যন্ত আস্থা ভাজন হিসেবে পরিচিত প্রদীপ রায় গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে আলাপ কালে তারা জানান, দাপুটে রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের আস্থা ভাজন হওয়ায় তার এলাকায় একক আধিপত্য ছিল, খোদ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তার আচরণে নাখোশ। প্রশাসন ও রাজনীতি একাই সামাল দিতেন তিনি।
এলাকার জলমহাল ছিল তার অধীনে, হত্যা মামলা সহ অসংখ্য মামলার আসামি প্রদীপ রায়ের গ্রেফতার বিষয় এখন দিরাই শহরে টক অব টাউনে পরিনত হয়েছে।