Global Sylhet24
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের ইমা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গর্ব, সাহস আর অসীম সম্ভাবনার এক নাম এখন নাদিরা তালুকদার ইমা। পশ্চাৎপদ এলাকা হাওরের বুক চিরে উঠে আসা এই মেয়ে পাড়ি জমাচ্ছেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। সোমবার  (৩০ জুন) সোমবার  চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশ নিতে বাংলাদেশ নারী হকি দলের সঙ্গে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের সন্তান ইমা।


ইমা বাংলাদেশের জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন প্রতিশ্রুতিশীল হকি খেলোয়াড় হিসেবে। এ বছর সেখান থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার জার্সি নম্বর ১৬।

পরিবার সূত্রে জানা যায়, নাদিরা তালুকদার ইমা পিতা মুসলিম তালুকদার ও মাতা মাজেদা তালুকদারের নয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন তিনি। পড়ালেখার পাশাপাশি খেলায় যে এমন পারদর্শিতা দেখাতে পারেন, তা প্রথম থেকেই আঁচ করেছিল তার পরিবার। আর তাই ইমার আগ্রহ দেখে তাকে ভর্তি করানো হয় বিকেএসপিতে। সেখান থেকেই শুরু হয় তার ক্রীড়াজীবনের মূল যাত্রা।

 

২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করেন ইমা। ওই বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ দল রানার্সআপ হয়, যেখানে ইমা দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর একই বছর ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশ দশটি দলের মধ্যে নবম স্থান অর্জন করে।

চলতি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে বাংলাদেশ দল ৪ জুলাই জাপান, ৫ জুলাই উজবেকিস্তান ও ৭ জুলাই হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের বাধা পার করলে ৯ জুলাই সেমিফাইনাল ও ১৩ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে দলের।

ইমার বড় ভাই হোসাইন আহমদ বলেন, ইমা ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করত। আমরা কখনো তার পছন্দকে দমন করিনি, বরং উৎসাহ দিয়েছি। আজ সে শুধু আমাদের পরিবারের নয়, পুরো সুনামগঞ্জ জেলার গর্ব।

 

নাদিরা তালুকদার ইমা  বলেন, ‘আমি এখনও অনেক কিছু শিখছি। প্রতিদিন নতুন কিছু জানতে, বুঝতে চেষ্টা করছি। বিকেএসপির সহায়তায় আমার খেলোয়াড়ি জীবন এগিয়ে চলছে। আগামীকাল দেশের হয়ে চীনে খেলতে যাচ্ছি—এটা আমার জীবনের অনেক বড় অর্জন। আমি চাই, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।’

 

ইমার এই অর্জন কেবল তার একার নয়, এটি শান্তিগঞ্জ উপজেলার প্রত্যন্ত হাওরবেষ্টিত জনপদের গর্ব, এবং দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক উজ্জ্বল বার্তা। সুযোগ পেলে, অবকাঠামো থাকলে এবং পরিবারের সমর্থন পেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও উঠে আসতে পারে বিশ্বমানের খেলোয়াড়। ইমা তার জীবনের গল্প দিয়ে সেটাই যেন প্রমাণ করলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

12

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

15

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

16

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20